ক্রমশ বেড়েই চলেছে রাশিয়া-ইউক্রেন সীমান্তের উত্তেজনা। হুঁমকি পাল্টা হুঁমকি চলছেই। এরই মধ্যে পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করছে ন্যাটো। সেনা পাঠিয়েছে আমেরিকাও। ফলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনের প্রান্তে সাড়ে আট হাজার মার্কিন সেনা পাঠিয়েছে আমেরিকা। সেনাকে স্ট্যান্ডবাই থাকতে বলা হয়েছে।
আমেরিকা জানিয়েছে, যেভাবে ইউক্রেন সীমান্তে রাশিয়া এক লাখ সেনা মোতায়েন করেছে, প্রতিদিন উত্তেজনা বাড়াচ্ছে তা মাথায় রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি ন্যাটোও পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করছে।
তবে আমেরিকা ও ন্যাটোর এ পদক্ষেপকে ভালো চোখে দেখছে না রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, ট্রান্স অ্যাটলান্টিক মিলিটারি লাল দাগ পার করলে রাশিয়া কড়া ভাষায় তার জবাব দেবে। অর্থাৎ, ফের একবার যুদ্ধের হুমকি দিয়েছেন পুতিন। রাশিয়ার অবশ্য দাবি, সীমান্তে নিরাপত্তার খাতিরেই তারা সেনা মোতায়েন করেছে। যুদ্ধের কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু ন্যাটো ও আমেরিকা আগ্রাসন দেখালে তারাও ছেড়ে কথা বলবে না।
আরআই