প্রিন্সিপালের চড়ে অপমানে আত্মহত্যা

১৯ এপ্রিল ২০২১

ভারতে হরিয়ানার গুরুগ্রামে প্রিন্সিপালের চড় খেয়ে ‘অপমানে’ আত্মহত্যা করেছে দশম শ্রেণির এক ছাত্রী।

কানের লম্বা দুল, হাতে বড় নখ এবং মোবাইল নিয়ে স্কুলে আসায় প্রিন্সিপাল ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয়ার কথা বলেন।

ছাত্রীটিকে সবার সমানে চড়ও মারেন তিনি। এ ঘটনার পর ৯ এপ্রিল আত্মহত্যা করে ওই ছাত্রী।


মন্তব্য
জেলার খবর