কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার কুমারখালীতে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে নিয়ে ফেসবুকে দেওয়া পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করায় আইনের জালে ফেঁসে গেলেন এক সিএনজি চালক।মামলা হওয়ার পরে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।সিএনজি চালকের নাম রফিকুল ইসলাম (৩০)। রোববার উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দয়ারামপুর গ্রামের মধ্যপাড়ার মৃত দিরাজ আলীর ছেলে।
পুলিশ জানায়, পোষ্টটি শেয়ার করা হয়েছিল ‘বাঁশের কেল্লা’ নামের একটি আইডিতে। মামলাটি করেন সংসদ সদস্যের চাচাতো ভাই আবু সাইদ জনি।আবু সাইদ জনি বলেন, আসামি ইচ্ছাকৃতভাবে আমার ভাইয়ের সম্মান ক্ষুণ্য করার জন্য নাম ও ছবি সম্বলিত আপত্তিকর পোস্ট শেয়ার দিয়েছেন।
কুমারখালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাহমুদ শরীফ/এমকে