নড়াইল সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জেরে সোমবার (১৯ এপ্রিল) দুপুরে শেখপাড়া বাতাসি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম সালাউদ্দিন মিয়া (৪৮), তিনি ওই গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। মাগুরায় পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন সালাউদ্দিন মিয়া।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সালাউদ্দিন মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে তার ছোট ভাই জসিম উদ্দিনের।বিভিন্ন সময়ে পারিবারিক ও গ্রাম্য সালিস হলেও তাদের বিরোধ মেটেনি। ঘটনার দিন দুপুরে সালাউদ্দিনের সঙ্গে জসিম উদ্দিনের জমি নিয়ে ফের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে সালাউদ্দিনকে আঘাত করেন জসিম উদ্দিন। গুরুতর আহত অবস্থায় খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্বের কারণে সালাউদ্দিন মিয়া নিহত হয়েছেন। অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছে। তবে অপর ভাই গিয়াস উদ্দিনকে (২৭) আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরহাদ খান/এমকে