চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে ২৬ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্র্রাক ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। ইয়াবাগুলোর আনুমানিক দাম ৭৮ লক্ষ ৯০ হাজার টাকা। সোমবার ও রোববার- দুই দিন জেলার লোহাগাড়া ও কর্ণফুলী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার এ তথ্য জানিয়েছেন র্যাবের মিডিয়া অফিসার আনোয়ার হোসেন ভূঞা।
আটকরা হলেন-ট্রাকচালকের সহকারি নূর আলম (৪৩) ও কাভার্ডভ্যান চালক শাফায়েত উল্লাহ (২৩)। নূর আলমের বাড়ি কক্সবাজারের রামু থানার উত্তর মিঠাছড়ি গ্রামে, শাফায়েত উল্লাহর বাড়ি একই জেলার টেকনাফ থানার ডেইল পাড়া কলেজ রোড এলাকায়।
আনোয়ার হোসেন ভূঞা জানান, নূর আলমের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। আর কাভার্ডভ্যানের চালকের সিটের পেছনে একটি ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ১৯ হাজার ৭শ’ পিস ইয়াবা পাওয়া যায়। দুটি অভিযানই চালানোর হয় গোপন সংবাদের ভিত্তিতে। এর মধ্যে হেলপারের কাছে থেকে ইয়াবা উদ্ধারের অভিযানটি ছিল লোহাগাড়া থানাধীন চুনতি গ্রামস্থ ফোর সিজন রেস্টুরেন্ট এন্ড রিসোর্টের সামনে কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে রাস্তায়। বাকি অভিযানটি ছিল কর্ণফুলী থানাধীন দক্ষিণ শিকলবাহা ওয়াই জংশনস্থ এলাকায়।ট্রাক ও কাভার্ডভ্যান উভয়ই আসছিল কক্সবাজার থেকে চট্রগ্রামের দিকে।অস্থায়ী চেকপোস্টে থামানোর সংকেত পেয়ে আটকরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।
আনোয়ার হোসেন ভূঞা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান- তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রাম জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে