৪ এলাকাকে রেড জোন ঘোষণা

২০ এপ্রিল ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম মহানগরীর ৪ এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সংক্রমনের হার বেড়ে যাওয়া ও লাখের বিপরীতে করোনা সংক্রমণ ৬০ জনের বেশি হওয়ায় এ ঘোষণা দেওয়া হয়। সোমবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংও করা হয়েছে। এলাকাগুলো হচ্ছে- চকবাজার থানার জয় নগর আবাসিক, পাঁচলাইশ থানার ও আর নিজাম আবাসিক, পাহাড়তলীর সরাইপাড়া ও হালিশহর থানার সবুজবাগ আবসিক এলাকা।

ঘোষণা দেওয়ার পরে রেড জোনের বিধিবিধান বাস্তবায়নে মাঠে নেমেছে সিএমপি। এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুব জরুরি ছাড়া কাউকে বাসা থেকে বের হতে দিচ্ছে না পুলিশ। সব ধরণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। জরুরি প্রয়োজনে বের হতেও অনুমতি লাগছে পুলিশের। সবাইকে আগামী দুই সপ্তাহ পর্যন্ত বাসায় থাকতে হবে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির উপ কমিশনার (ক্রাইম) জয়নুল আবেদীন বলেন, কোনো এলাকায় করোনা সংক্রমণ পরীক্ষায় প্রতি লাখে ৬০ জনের বেশি হলে সেই এলাকাকে রেড জোন ধরা হবে। ৩ থেকে ৫৯ জন হলে ইয়োলো জোন, এর কম হলে গ্রীন জোন।

 

চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান বলেন, রেড জোন কখন ঘোষণা করা হবে বা হবে না তা উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। রেড জোন হওয়ার সুযোগ নেই তা বলবো না। তবে এখনও পর্যন্ত আমরা অফিসিয়াল নির্দেশনা পাইনি।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর