মামলা শতাধিক, জরিমানা তিন লক্ষাধিক টাকা

২০ এপ্রিল ২০২১

নড়াইল সংবাদদাতা

করোনার বিস্তার রোধকল্পে সরকার আরোপিত সাতদিনের কঠোর বিধিনিষেধের ছয়দিনে নড়াইল জেলা ট্রাফিক পুলিশ বিভিন্ন যানবাহনের নামে শতাধিক মামলা দিয়েছে। জরিমানা করেছে তিন লক্ষাধিক টাকা, মোটরসাইকেল, নসিমনসহ অবৈধ ৬০টি যানবাহন জব্দ করা হয়েছে। সড়কে চলাচলরত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র ঠিক না থাকায় যানবাহনগুলো জব্দ ও জরিমানা করা হয়।


এদিকে সোমবার সকাল থেকেই বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করেন পুলিশ কর্মকর্তারা। এ সময় শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বরে উপস্থিত ছিলেন- নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, ডিবি পুলিশের ওসি সুকান্ত সাহাসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।


পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়নের লক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে ‘লকডাউন’ চলাকালে বিনা কারণে কেউ যেন ঘর থেকে বের না হন, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।


ফরহাদ খান/এমকে
 

 


মন্তব্য
জেলার খবর