ভারত সফর বাতিল করলেন বরিস

২০ এপ্রিল ২০২১

আগামী ২৫ এপ্রিল ভারত সফরে যাওয়ার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। তবে ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় দেশটিতে সফরের পরিকল্পনা বাতিল করেছেন বরিস। সোমবার সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। 

বরিস জনসন সাংবাদিকদের বলেন, 'অত্যন্ত দুঃখজনক হলেও নরেন্দ্র মোদী ও আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই সফর হবে না। আমি মনে করি, এ সফর স্থগিত করাই সংবেদনশীল হবে। এর আগে এ বছরের জানুয়ারি মাসে ভারতে সফরে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সে সময় যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেশি থাকায় সফরটি স্থগিত করা হয়।ৎ

রয়টার্স


মন্তব্য
জেলার খবর