মন্তব্য
দীর্ঘদিন ধরে সার্কাস বন্ধ। করোনাভাইরাসের কারণে কাজ বন্ধ থাকায় বেতন দিতে পারছিলেন না মালিক। তাই মালিকের বাড়ির পাঁচতলার বারান্দায় দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দেন সার্কাসের ৫ তরুণী। রোববার ঘটনাটি ঘটেছে কলকাতার পার্ক স্ট্রিট এলাকায়।
ওই তরুণীদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা আঁতকে ওঠেন। তরুণীদের নেমে আসতে বলেন তারা। কিন্তু তারা নামতে নারাজ। কয়েকজন বাসিন্দা পাঁচতলার ঘর লাগোয়া বারান্দাটিতে উঠে যান।
শেষ পর্যন্ত সবার অনুরোধে বিপজ্জনক জায়গা থেকে বেরিয়ে আসেন ৫ তরুণী। পুলিশ কর্মকর্তারা সার্কাসের মালিকের সঙ্গে কথা বলেন। পুলিশের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। বকেয়া বেতন ওই তরুণীদের হাতে তুলে দেওয়া হয়। এরপর বাড়ি ফিরে যান তারা।