মন্তব্য
মঙ্গলগ্রহে সফলভাবে একটি ড্রোন ওড়াতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষনা সংস্থা- নাসা।
ইনজেনুইটি নামে ড্রোনটি এক মিনিটের কম সময় ধরে বাতাসে ভেসে ছিল।
তবে নাসা ঘটনাটি আনন্দের সঙ্গে উদযাপন করছে কারণ অন্য কোনো গ্রহে এটি প্রথম কোনো আকাশযান ওড়ার ঘটনা।
এই ওড়ার বিষয়টি নাসা নিশ্চিত হয়েছে একটি স্যাটেলাইটের মাধ্যমে যা ড্রোনটির তথ্য পৃথিবীতে পাঠায়।