১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে ভ্যাকসিন

২০ এপ্রিল ২০২১

ভারতে সোমবার সরকারি এক ঘোষণায় জানানো হয়েছে যে, আগামী ১ মে থেকে দেশটিতে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। ফলে ১৮ বছরের বেশি বয়সী যে কেউ আগামী ১ মে থেকে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই পদক্ষেপ ভারতের ভ্যাকসিন প্রক্রিয়ার তৃতীয় পর্যায়। গত ১৬ জানুয়ারি দেশজুড়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের জন্য ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। এরপর গত ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়। তৃতীয় পর্যায়ে টিকা নিতে পারবেন ১৮ উত্তীর্ণ হয়েছেন এমন যে কোনো ভারতীয়।


মন্তব্য
জেলার খবর