মন্তব্য
ভারতে জীবিত করোনা রোগীকে মৃত বলে ঘোষণার অভিযোগ উঠেছে হাওড়ার একটি হাসপাতালের বিরুদ্ধে। উত্তর হাওড়ার ঘুসুড়ির টি এল জায়সবাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক কোভিড রোগীর পরিবারের লোকজন।
কয়েকদিন আগে নিউমোনিয়াসহ অন্যান্য সমস্যা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হন ৬৫ বছরের ফেলি মান্না। হাওড়ার জগৎবল্লভপুরের হাটালের বাসিন্দা ফেলির করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাকে ঘুসুড়ির ওই কোভিড হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।
রোগীর আত্মীয় সৌমেন মাঝি জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল থেকে ফোনে বলা হয় যে ফেলির মৃত্যু হয়েছে। সোমবার সকালে তারা করোনাবিধি মেনে সৎকার করতে পারেন। শেষে জানা যায়, ফেলি জীবিত।
আনন্দবাজার পত্রিকা