মন্তব্য
মিয়ানমারের জান্তা সরকার এক জাপানি সাংবাদিককে আটক করেছে। রবিবার ইয়াঙ্গুনে নিজ বাড়ি থেকে ওই সাংবাদিককে আটক করে নিয়ে যাওয়া হয়। এরপর জাপান সরকারের পক্ষ থেকে সোমবার এ তথ্য নিশ্চিত করা চয়েছে। আটক সাংবাদিককে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটি।
একজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানানো হয়, ফ্রিল্যান্স সাংবাদিক ইউকি কিতাজুমিকে রাতে তার বাড়ি থেকে তুলে নেয় সেনা সদস্যরা। তাকে যখন আটক করা হয় তখন তার দুই হাত উপরে তুলতে বলা হয়। এরপর একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়। এদিকে জাপান সরকার আটক ব্যক্তির নাম প্রকাশ করেনি। তবে তার বয়স ৪০ এর মতো হবে বলে জানিয়েছে তারা।
রয়টার্স ও বিবিসি