৭ দিন বাড়ছে বিধিনিষেধ মেনে চলার মেয়াদ

২০ এপ্রিল ২০২১

করোনার বিস্তার রোধকল্পে চলাচল ও বাড়ির বাইরে সার্বিক কাজের বিষয়ে সরকার আরোপিত ৭ দিনের কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় এ সিদ্ধান্ত হয়। তবে এখনও এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, প্রধানমন্ত্রী অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শ ছিল ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ালে সংক্রমণ নিম্নগামী হবে। তাদের পরামর্শ বিবেচনায় নিয়ে ২২-২৮ এপ্রিল পর্যন্ত ‘লকডাউনের’ সময় বাড়িয়ে তৈরি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তিনি সই করার পরে প্রজ্ঞাপন জারি হবে। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘লকডাউনের’ মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দেন।

রোববার (১৮ এপ্রিল) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় লকডাউন বাড়ানোর সুপারিশ করার সিদ্ধান্ত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, বৈজ্ঞানিকভাবে দুই সপ্তাহের কম লকডাউনে কার্যকর ফলাফল আশা করা যায় না। লকডাউনের সময় স্বাস্থ্যসেবা, ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কমিটি।

এমকে


মন্তব্য
জেলার খবর