‘বাঁচা-মরার সিদ্ধান্ত আপনার হাতেই’

২০ এপ্রিল ২০২১

উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি সম্প্রতি মারণব্যাধি করোনাভাইরাস সম্পর্কে সে দেশের জনগণকে সতর্ক করে বলেছেন, সৃষ্টিকর্তার অনেক কাজ আছে, তাকে পুরো জগৎকে দেখাশোনা করতে হয়। তিনি উগান্ডার নির্বোধ (ইডিয়ট) জনগণকে দেখাশোনা করতে উগান্ডায় থাকেন না।

টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি বলেন, যুদ্ধের সময় কেউ কাউকে বাড়ির ভেতরে থাকার কথা বলেন না। প্রত্যেকে নিজের ইচ্ছাতেই বাড়িতে থাকেন। যদি আপনি বাড়ির ‘বেইসমেন্টে’ থাকেন; যুদ্ধ অব্যাহত থাকা পর্যন্ত বাড়ির নিচ আর গুহায় (বেইসমেন্টে) থাকতে হলে তাতেও আপনার আপত্তি থাকবে না।

ইওয়েরি মুসেভেনি আরো বলেন, যুদ্ধের সময় আপনার স্বাধীনতা ফলাতে যাবেন না। আপনি স্বেচ্ছায় তা ত্যাগ করবেন, বেঁচে থাকার স্বার্থেই। তিনি বলেন, যুদ্ধের সময় আপনি ক্ষুধা নিয়ে অভিযোগ করবেন না। আপনি ক্ষুধা বয়ে বেড়াবেন এবং বেঁচে থাকার প্রার্থনা করবেন; এতেই আপনি পুনরায় খেতে পারবেন।

তিনি আরো বলেন, যুদ্ধের সময় আপনি ব্যবসাপ্রতিষ্ঠান খোলার জন্য তর্ক করতে যাবেন না। সময় থাকলেও আপনি তা বন্ধ রাখবেন এবং আপনার জীবন চালিয়ে যাবেন। আপনি যুদ্ধের বাইরে থাকতে চাইবেন, কারণ বেঁচে থাকলে আবারো আপনি ব্যবসায় যেতে পারবেন। ইওয়েরি মুসেভেনি বলেন, বাঁচা-মরার সিদ্ধান্ত আপনার সময় আপনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকবেন স্বভূমে আরেকটি দিন বেঁচে থাকবেন বলে।


মন্তব্য
জেলার খবর