দেশে টানা তিন দিন ধরে করোনা রোগী মৃত্যুর সংখ্যায় আগের সৃষ্ট রের্কড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১১২ জন, রোববার এ সংখ্যা ছিল ১০২; আর শুক্রবার ও শনিবার- দুই দিনেরই একই সংখ্যা ছিল ১০১। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১১২ জনের মৃত্যুর বাইরে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ২৭১ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৬৪ জন।
এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ২৩ হাজার ২২১ জনের। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৪৯৭ জন, সুস্থ হয়েছেন ছয় লাখ ২১ হাজার ৩০০ জন।নমুনা পরীক্ষা হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১৯টি।শনাক্তের হার ১৩ দশমিক ৯২।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ২১২টি, পরীক্ষা হয়েছে ২৪ হাজার ১৫২টি।শনাক্তের হার ১৭ দশমিক ৬৮।মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭৫ জন, নারী ৩৭ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৭১ জন, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহীতে পাঁচ জন, খুলনায় ১০ জন, বরিশাল ও ময়মনসিংহে একজন করে, সিলেটে তিন জন আর রংপুরে দুই জন। হাসপাতালে ১০৮ জন ও বাসায় তিন জন মারা গেছেন, আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।
এমকে