স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে নিজেদের বৈঠকের বিষয়ে মুখে কুলুপ এটেছেন হেফাজত নেতারা। তাই বৈঠকে কী কী বিষয়ে আলোচন হয়েছে বা বৈঠক তাদের জন্য ফলপ্রসু হয়েছে কি-না জানা যায়নি।
সোমবার (১৯ এপ্রিল) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বাসায় বৈঠক করেন হেফাজতের ৫ থেকে ৬ জন শীর্ষ নেতা। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢোকার সোয়া ঘণ্টা পরে সেখান থেকে তারা বেরিয়ে আসেন। বাসা থেকে বের হয়ে আসার পর গেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেরদের মধ্যে শলাপরামর্শ করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন তারা। হেফাজতের মহাসচিব হিসেবে কিছু বলার জন্য অনুরোধ করা হলে হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম বলেন, আমরা একটু কথা বলেছি। বৈঠক ফলপ্রসূ হয়েছে কি-না জানতে চাইলে মামুনুল হকের ভাই মাওলানা মাহফুজুল হক বলেন, আলোচনা হয়েছে, তবে আর কিছু বলার নেই। উপস্থিত কয়েকজন সাংবাদিক তাদের কাছে কিছু বলার অনুরোধ জানালে তারা দ্রুতগতিতে গাড়িতে উঠে চলে যান।
এর আগে রাত ১০টার দিকে হেফাজতের শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢোকেন। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নিয়েছে দলটির নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজী, হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জেহাদী, মামুনুল হকের ভাই বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী প্রমুখ।
এর আগে একই দিনে সরকারের একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেন হেফাজতের পাঁচ শীর্ষ নেতা। হেফাজতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনটির মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জেহাদী। বৈঠকের ফলোআপ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তার মধ্যস্ততায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকটি হয় বলে জানা গেছে। জানা গেছে, কয়েকদিনে হেফাজত নেতাদের ধরপাকড়ের পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন হেফাজতের শীর্ষ নেতারা। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারা। আর কোনো নেতাকর্মীকে যেন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার না করে, আপাতত এটাই চাচ্ছেন তারা।
প্রসঙ্গত, স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে আন্দোলনের নামে হেফাজতে ইসলাম। এ ঘটনায় একাধিক মামলা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ঢাকায় হেফাজতের শীর্ষ ও মধ্যম নেতাদের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এমকে