বৃষ্টি হলে থাকবে না তাপপ্রবাহ

২০ এপ্রিল ২০২১

দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (১৯ এপ্রিল) বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৪০ ডিগ্রি সেলসিয়াস।পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তাপপ্রবাহের অঞ্চলের হিসেবে পটুয়াখালীসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কথা বলছে আবহাওয়া অধিদফতর। জানায়, শনিবার বৃষ্টি হওয়ায় কিছুটা কমলেও রোববার দুপুর থেকে আবারও বাড়তে শুরু করে তাপমাত্রা। অনেক এলাকায় বইছে তাপপ্রবাহ। দেশের প্রায় সব অঞ্চলের তাপমাত্রা আগের দিনের চেয়ে সোমববার দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

বিভাগভিত্তিক ঢাকায় ৩৬ দশমিক ৯, ময়মনসিংহে ৩২ দশমিক ৮, চট্টগ্রামে ৩৩ দশমিক ৮, সিলেটে ২৯ দশমিক ৮, রাজশাহীতে ৩৯ দশমিক ৫, রংপুরে ৩৫, খুলনায় ৩৯ এবং বরিশালে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে সম্ভাব্য অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার এলাকা হিসেবে টাঙ্গাইল, কিশোরগঞ্জ জেলাসহ ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গার কথা বলছে আবহাওয়া অধিদফতর।জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এমকে


মন্তব্য
জেলার খবর