মানুষের জীবন-জীবিকা জন্য ঈদের আগে অবশ্যই ‘লকডাউন’ শিথিল করা হবে। ঈদে কেনাকাটা এবং ঘরমুখী মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিলের চিন্তাভাবনা করছে সরকার। সোমবার (১৯ এপ্রিল) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, এখন লকডাউন চলছে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে এ লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর বিষয়ে সরকার সক্রিয় চিন্তা করছে। তিনি বলেন, আমাদের ধৈর্য ধরতে হবে। করোনার এমন পরিস্থিতিতে আমাদের জীবনই এখন হুমকির মুখোমুখি।অনেকে জীবিকার কঠিন লড়াইয়ের মধ্যে পড়েছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ। তিনি জানান, আমি যতদূর জানি- প্রধানমন্ত্রী পরিবহন শ্রমিকসহ যারা বেকার আছেন, তাদের আর্থিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভাসমান মানুষদের মধ্যেও ত্রাণ বিতরণ করেছেন। জেলা প্রশাসকরা বিষয়টি দেখছেন।
এমকে