বগুড়া প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামের সাত ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) রাতে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীও আছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- নন্দীগ্রাম পৌর শহরের ঢাকইর পশ্চিমপাড়া গ্রামের মোঃ সাদ্দাম হোসেন (৩২), নন্দীগ্রাম থালতা মাজগ্রাম ইউনিয়নের গুলিয়া দক্ষিণপাড়ার নাসির উদ্দিন (৫০), বুড়ইল ইউনিয়নের শরিষাবাদ গ্রামের ইসমাইল হোসেন (৫৫), আইলপুনিয়া নতুন পাড়া গ্রামের শহিদুল ইসলাম সুজন (২৩), একই গ্রামের কামরুল ইসলাম (২৫), সিংজানী গ্রামের ইদ্রিস আলী (৩২) ও একই গ্রামের বুলু মিয়া (৪৪)।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম বলেন, মাদক কারবার ও ব্যবসার সঙ্গে যারাই জড়িত, তাদেরকেই আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
দীপক কুমার সরকার/এমকে