চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ছিনতাইকারী, ডাকাতি ও মাদকদ্রব্য পাচারে জড়িত ৬ ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ। সোমবার (১৯ এপ্রিল) রাতে মহানগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন- শাহ আলম ওরফে আলম (৪২), মো. সোহেল ওরফে জুয়েল (২৩), আল আমিন ওরফে সুমন (২৪), শহিদুল আলম সানি (৩১), শফিকুল ইসলাম (২০) ও মো. সুজন ওরফে হানিফ (২১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা সবাই ছিনতাই, ডাকাতি ও মাদকদ্রব্য পাচারে জড়িত।
উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির বলেন, আটকদের কাছে থেকে একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, একটি টিপ ছুরি ও একটি লোহার ছুরি জব্দ করা হয়েছে। তাদের নামে নগরীর বিভিন্ন থানায় দ্রুত বিচার আইন, অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতিসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের নামে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে