পিস্তলসহ ফেনীর শীর্ষ সন্ত্রাসী সাফায়েত আটক

২০ এপ্রিল ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

একটি বিদেশী পিস্তলসহ ফেনীর শীর্ষ সন্ত্রাসী সাফায়েত উল্লাহকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। এসময় তার কাছ থেকে ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। সোমবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ফেনী মডেল থানার রামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাফায়েত উল্লাহ (২৫)ফেনী থানার নৈরাজপুর গ্রামের ইউসুফের ছেলে। র‌্যাব-৭ চট্টগ্রাম এর মিডিয়া উইং জানায়, সাফায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। পাশাপাশি ফেনীসহ বিভিন্ন জায়গায় অস্ত্র বেচা-কেনাও করতো। পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে অস্ত্র গুলিসহ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর