বৃষ্টির জন্য নামাজ

২০ এপ্রিল ২০২১

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইসতেস্ফার নামাজ আদায় করা হয়ছে কুষ্টিয়ার কুমারখালীতে। নামাজ আদায়ের পর কান্নাজড়িত ভাষায় বিশেষ মোনাজাতের মাধ্যমে এ বিষয়ে আল্লাহর রহমত কামনা করনে মুসল্লীরা। সোমবার (১৯ এপ্রলি) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর মাঠে দুই রাকাত এ নামাজ আদায় করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করনে চর জগন্নাথপুর জামে মসজিদের ইমাম ইদ্রসি আলী।

আয়োজকরা জানান, এ বছর অনাবৃষ্টির কারণে মানুষ বিপাকে পড়েছে। খরা আর গরমে মানুষসহ প্রাণীকুল হাঁসফাঁস করছে, ক্ষতি হচ্ছে ফসলের। এ জন্য এ নামাজের আয়োজন করা হয়। প্রসঙ্গত. গত আট মাস এ উপজেলায় বৃষ্টি না হওয়ায় মাঠ-ঘাট ফেঁটে চৌচির হয়ে যাচ্ছে। নদী ও খালের পানি তলানিতে ঠেকেছে, সামান্য পানি উঠছে নলকূপে। পানির জন্য অনেক স্থানে পড়ে গেছে হাহাকার।

মাহমুদ শরীফ/এমকে


মন্তব্য
জেলার খবর