সূচক ও লেনদেনের উত্থান

২০ এপ্রিল ২০২১

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের উত্থান দেখা গেছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৯৫ কোটি টাকা।লেনদেনে অংশ নেয় ৩৪৬টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির,কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৬৮টির।

এদিন লেনদেন হয় ৬৯৭ কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৬০২ কোটি ৭৬ লাখ ৯১ হাজার টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৯৪ কোটি ৫২ লাখ ৭৭ হাজার টাকা। ১৮ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৯৫১টি শেয়ার এক লাখ ২৬ হাজার ৪৪২ বার হাতবদল হয়। শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের পতন ও উত্থানের চিত্র দেখা গেছে লেনদেনে।

প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৪৯ দশমিক ৯১ পয়েন্টে পৌঁছায়।ডিএসইএস সূচক চার দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৬ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করে।ডিএস৩০ সূচক ছয় দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৬ দশমিক ৬৯ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন এক হাজার ২৪ কোটি তিন লাখ ৩৭ হাজার টাকা বেড়ে দাঁড়ায় চার লাখ ৬৪ হাজার ৩১৫ কোটি ৩৫ লাখ ১২ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল হাইডেল বার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

এমকে

 


মন্তব্য
জেলার খবর