আরও সাতদিন মানতে হবে বিধি-নিষেধ

২১ এপ্রিল ২০২১

দেশে করোনার বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি ও চলাচলে সরকার আরোপিত বিধি-নিষেধ আরও সাতদিন মানতে হবে সবাইকে। আগের মতোই বিধি-নিষেধের মেয়াদকালে কোনভাবেই অহেতুক বাড়ির বাইরে যাওয়া যাবে না। বন্ধ থাকবে সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, গণপরিবহনসহ সবকিছু। তবে পণ্যবাহী যানবাহন, জরুরি সেবা, উৎপাদনমুখী শিল্প কারখানা, নিত্যপণ্য ও খাবার দোকান এবং কাঁচাবাজার এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

মঙ্গলবার (২০ এপ্রিল) আগের বিধি-নিষেধ পালনের সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ২৮ এপ্রিল (বুধবার) মধ্যরাত পর্যন্ত এ বিধি-নিষেধ (‘লকডাউন’) বহাল থাকবে। এর আগে ১৪-২১ এপ্রিল পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। সেই মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় বিধি-নিষেধ মানার সময় বর্ধিত করলো সরকার।

নতুন প্রজ্ঞাপন জারির আগে সোমবার (১৯ এপ্রিল) লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সুপারিশ করেছিল কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। কমিটি বলছিল, সাতদিনের লকডাউনে করোনা সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হবে না। তাই ‘লকডাউনের’ সময় বাড়াতে হবে।

অন্যদিকে আগের বিধি-নিষেধের মেয়াদকালের মাঝামাঝিতে এসে সব সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছিল সরকার করোনা স্বাস্থ্য সম্পর্কিত সবগুলো বিষয় মেনে চলার শর্তে।

এমকে


মন্তব্য
জেলার খবর