সড়কে যথাযথভাবে কাজ করতে ব্যর্থ ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব না আনার নির্দেশও দিয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কাজটা মেয়াদের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। কাজের মান ঠিক রেখে গতি বাড়াতে হবে। ঠিকাদারদের কেবল কাজ দিলেই হবে না, কাজটা বুঝে নিতে হবে। যথাযথভাবে তারা কাজ করছে কি-না তা দেখতে হবে; ঠিকাদারের কারণে কাজ বিলম্বিত হলে তাহলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ করে দিতে হবে, কার্যাদেশ বাতিল করতে হবে; প্রয়োজনে তাদের কালো তালিকাভুক্ত করতে হবে।
ঈদের আগের সড়কের সংস্কার কাজ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যে কাজটি যখন দরকার, তখনই তা শেষ করতে হবে। সারা বছর কাজ করতে হবে। এ সময় সবাইকে দায়িত্বের ব্যাপারে সচেতন হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
এমকে