মোশারফ করিমে মুগ্ধ পার্নো মিত্র

২৬ জানুয়ারী ২০২২

দর্শকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোশারফ করিম। ছোট পর্দা ও বড় পর্দা উভয় জায়গাতেই সমান জনপ্রিয়। এখন কাজ করছেন ‘বিলডাকিনী’ ছবিতে। নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং চলছে। ১৮ জানুয়ারি থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন কোলকাতার পার্নো মিত্র। করোনার কারণে একটু দেরিতে শুটিংয়ে যোগ দিয়েছেন।

 

পর্ন মিত্র হনুফার চরিত্রে অভিনয় করেছেন। হনুফার জীবন-সংসার নিয়েই সিনেমার গল্প আবর্তিত হয়েছে। নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে ছবিটি নির্মাণ করা হচ্ছে।

 

মোশারফ করিমের ভূয়সী প্রসংশা করেছেন এ অভিনেত্রী। নিতান্ত মুগ্ধ হয়েছেন। পর্ন বলেছেন, “মোশারফ করিমের অনেক নাটক দেখেছি। ‘টেলিভিশন’ সিনেমাটাও দেখা। যখন শুনেছি বিলডাকিনীতে তিনি অভিনয় করছেন, আমি খুবই এক্সাইটেড হয়েছিলাম। এ ক’দিন কাজের অভিজ্ঞতায় ভালো করে বুঝেছি মোশারফ করিম কত ব্রিলিয়ান্ট অ্যাক্টর। উনি দারুণ মানুষও।”

 

শুটিংয়ের অভিজ্ঞতা চমৎকার জানিয়ে পার্নো বলেছেন, “এর আগে ‌‘ডুব’ সিনেমার শুটিং করেছিলাম বাংলাদেশে। সেটার অভিজ্ঞতাও খুব ভালো ছিল। এবার যেখানে শুটিং করছি সেটা একটা গ্রাম। এখানকার মানুষ খুব ভালো। সহযোগিতা, ভালোবাসা সব‌ই পাচ্ছি। এই তো রাতে নদীতে একটা শুট ছিল। অনেক দেরি হলো। কাজ শেষে পাশের বাড়ির মানুষেরাই আমাদের থাকতে ও খেতে দিয়েছেন। এই ভালোবাসা অভিভূত করেছে আমাকে।”

 

আরআই


মন্তব্য
জেলার খবর