দুর্বিষহ দেশ চীন : আরএসএফ

২১ এপ্রিল ২০২১

চীনে ইন্টারনেট সেন্সরশিপ, নজরদারি ও প্রপাগান্ডা নজিরবিহীন পর্যায়ে বলে দাবি করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।

আরএসএফ বলেছে, সাংবাদিকদের জন্য সবচেয়ে দুর্বিষহ দেশ হচ্ছে চীন। দেশটিকে সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় কারারক্ষক।

বার্ষিক গণমাধ্যম স্বাধীনতা সূচক প্রকাশ করে সংস্থাটি  জানায়, কোভিড-১৯ মহামারিতে বিশ্বজুড়ে সাংবাদিকদের ওপর হামলা ও নিপীড়ন বেড়েছে।

আরএসএফ বলছে, বিদেশি সাংবাদিকদেরও হয়রানি করছে চীনা কর্তৃপক্ষ। ২০২০ সালের প্রথমার্ধে ১৮ বিদেশি সাংবাদিককে চীন থেকে বহিষ্কার করা হয়েছে।


মন্তব্য
জেলার খবর