সুন্দরী নায়িকা স্বস্তিকা মুখার্জি আবারও ভালোবাসা চান। অথবা চান না। অথবা ভালোবাসার বহিঃপ্রকাশটার আকাঙ্ক্ষাই কাজ করে।
সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, 'আদর, যত্ন, ভাব, ভালোবাসা বোঝানোর জন্য একটা কথাই যথেষ্ট... খেয়েছ?'