হাসপাতালে পরিণত করা হলো মসজিদ!

২১ এপ্রিল ২০২১

অভিনব পদক্ষেপ নিয়েছে ভারতের বরোদার এক মসজিদ। রাতারাতি মসজিদটিকে ৩০ শয্যার কভিড হাসপাতালে পরিণত করা হয়েছে।

মসজিদের ট্রাস্টি জানিয়েছেন, ‘হাসপাতালগুলিতে অক্সিজেন ও বেড নেই। পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নিই মসজিদটিকেই কভিড হাসপাতাল হিসেবে গড়ে তোল‌ার।

রমজানের মাসে এর চেয়ে ভাল উদ্যোগ আর কী হতে পারে?’

সংবাদ প্রতিদিন


মন্তব্য
জেলার খবর