৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রী শুরু করেছে টিসিবি

১৫ সেপ্টেম্বর ২০১৫

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ 'টিসিবি' মঙ্গলবার সকাল থেকে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। তবে একজন ক্রেতা একসঙ্গে দুই কেজির বেশি পরিমাণ পেঁয়াজ কিনতে পারবেন না। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের প্রয়োজনীয় তিনটি পণ্য খোলা ট্রাকে করে করে বিক্রি শুরু করে সংস্থাটি । ওই ট্রাক থেকেই ক্রেতারা ৫০ টাকা দরে প্রতি কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়া  প্রতি কেজি চিনি ৩৭ এবং সয়াবিন তেল ৮৯ টাকায় বিক্রি হবে। একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ চার কেজি চিনি এবং ১০ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

খোলা ট্রাকে করে সারা দেশের ১৭৩টি স্থানে পণ্য বিক্রি হবে। ঢাকায় ২৪, চট্টগ্রামে ১০, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং বাকি জেলা সদরে দুটি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

বাংলাদেশ২৪অনলাইন/এএন


মন্তব্য
জেলার খবর