বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। দেখা গেছে সূচকের ইতিবাচক প্রবণতা। আর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন, পরিমাণে ২৬৯ কোটি ৩১ লাখ টাকা।
শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৭৯টির, বেড়েছে ১৬৪টির এবং বাকি ৩৫টির অপরিবর্তিত ছিল। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৫৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৯৮৭ দশমিক ৪৫ পয়েন্টে, ডিএসইএস আট দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৭২ দশমিক ১৪ পয়েন্টে ও ডিএস-৩০ সূচক ২৭ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬০৩ দশমিক শূন্য আট পয়েন্টে অবস্থান করে।
লেনদেন হয় এক হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪১৪ কোটি ১৬ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে উঠে আসে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-১১৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
এমকে