শ্রীলঙ্কার বিপক্ষে ১ম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ ৩০২। এই রান করতে সফরকারীরা হারিয়েছে মাত্র ২ উইকেট।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন মুমিনুল ইসলাম। ব্যাট করতে নেমে ২য় ওভারেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় রান তখন মাত্র ৮। বিশ্ব ফারনান্ডোর বলে এলবিডব্লিইয়ের ফাঁদে পড়ে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন সিফাত হাসান।
সিফাত বিদায় নিলে দলের হাল ধরেন তামিম ইকবাল। তার সাথে সঙ্গ দেন নাজমুেল হোসেন শান্ত। এই জুটি থেকে আসে ১৪৪ রান। ৩৯তম ওভারে ফের টাইগার শিবিরে আঘাত হানেন ফারনান্ডো। তার বাউঞ্চার বল উঁচু করতে মারতে গিয়ে লনে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন তামিম। ব্যক্তিগত ৯০ রানে বিদায় নেন তিনি। ১০১টি বল খেলে ১৫টি চারের মারে এ স্কোর গড়েন তিনি।
তামিমের বিদায়ের পর ক্রিজে নামেন দলনেতা মুমিনুল। শান্তর সাথে ভালোভাবে সঙ্গ দেন তিনি। এই জুটি থেকে আসে ১৫০ রান। সেইসাথে নিজের অর্ধশতক পূর্ণ করেন মুমিনুল। ১৫০ বলে ৬টি চারের মারে ৬৪ রান করেন তিনি।
এদিকে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ২৮৮ বলে ১২৬ রান করে অপরাজিত আছেন তিনি। ১৪টি চারের মার ও ১টি ছয়ের মারে রান করেন।
শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নিয়েছেন বিশ্ব ফারনান্ডো।
স্কোর কার্ড :
১ম দিন শেষে বাংলাদেশ ৩০২/২, ওভার : ৯০