৭০ টন সরকারি চাল আড়তদারের গুদাম থেকে উদ্ধার

২১ এপ্রিল ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামে ২৬০ বস্তা চাল উদ্ধার করতে গিয়ে এক আড়তদারের গুদাম থেকে আরো ১ হাজার ১৪০ বস্তা চাল উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সব মিলে ওই গোডাউনে সরকারি চাল ছিল ১৪শ বস্তা (৭০ টন)। মহানগরীর পাহাড়তলী চালের আড়তের মাহী ট্রেডার্সের গুদাম থেকে মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে এ চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহী ট্রেডার্সের মালিক আড়ৎদার আব্দুল বাহারকে আটক করা হয়েছে, জব্দ করা হয়েছে চাল পরিবহনের ট্রাকটি। বুধবার (২১ এপ্রিল) দুপুরে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বন্দর বিভাগের উপ-কমিশনার ফারুল উল হক।

ফারুল উল হক বলেন, ‘করোনা মহামারিতে খাদ্য সংকট রোধে সরকার দেশের বাইর থেকে চাল আমদানি অব্যাহত রেখেছে। চট্টগ্রাম বন্দর থেকে ২৬০ বস্তা চালের একটি চালান নিয়ে জব্দকৃত ট্রাকটি যাওয়ার কথা ছিল নোয়াখালীর চরভাটা এলএসডি গোডাউনে। কিন্তু সেটি পাহাড়তলী চাল বাজারের আড়ৎদার আব্দুল বাহার মিয়ার মালিকানাধীন মাহী ট্রেডার্সের গুদামে যায়।’ তিনি আরও বলেন, ‘রাত থেকে (বুধবার) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৪শ বস্তা চাল আমরা উদ্ধার করেছি। এখানে প্রায় ৭০ হাজার কেজি চাল রয়েছে।’

ডিবি বন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার এএএম হুমায়ন কবির জানান, ‘চালের বস্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে। বস্তা পরিবর্তন করে তারা এ চাল খোলা বাজারে বিক্রি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আব্দুল বাহার মিয়া।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর