তাপদাহের সঙ্গে বিদ্যুতের লুকোচুরি: অতিষ্ঠ জনজীবন

২২ এপ্রিল ২০২১

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদাতা

বৈশাখের তীব্র তাপদাহের সঙ্গে বিদ্যুতের লুকোচুরি খেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে কুষ্টিয়া অঞ্চলের জনজীবন।দিন রাত মিলে ১৫-২০ বার বিদ্যুৎ যাওয়া-আসা করছে। ফলে গরমে নাস্তানাবুদ এলাকাবাসী, তাপদাহে হাঁসফাঁস করছে প্রাণীকূল। এদিকে গরম বেড়ে যাওয়ায় শরবত তৈরির উপরকরণের বিক্রি বেড়েছে, বেড়েছে দামও।

কুমারখালী আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার থেকে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫৮ শতাংশ। এ মাসের শুরুতেই আবহাওয়া অফিস বলেছিল তাপদাহের কথা। ইতোমধ্যে তিন দফা তাপদাহ বয়ে গেলেও তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পেরোয়নি। কিন্তু চতুর্থতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি দিয়ে শুরু হয়, যা মঙ্গলবার (২০ এপ্রিল) সব রেকর্ড ছাড়িয়ে ৪০ দশমিক ৩ ডিগ্রিতে দাঁড়ায়। তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে গেলেই তীব্র তাপদাহ বলা হয়।

বাজার ঘুরে দেখা গেছে, দেদারছে বিক্রি হচ্ছে বেল, তরমুজ, পেঁপে, স্যালাইন। বেল প্রতিটি ৪০-৮০ টাকা, পেঁপে ৩০-৫০ টাকা দাম হাঁকছেন বিক্রেতারা। তরমুজ ছোট সাইজের কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন কোমল পানীয়, আইসক্রিম ও মুখে খাওয়া স্যালাইনের বিক্রিও বেড়েছে বলে জানিয়েছেন দোকানিরা।

এদিকে এ তাপপ্রবাহ ও অনাবৃষ্টি থেকে বাঁচার জন্য দ্বিতীয় বার কুমারখালীতে ইসতেস্কার নামাজ আদায় করেছেন এলাকার মুসল্লীরা। উপজেলার চর ভবানীপুর মাঠে মঙ্গলবার  বেলা ১১টার দিকে এ নামাজ হয়।

 

মাহমুদ শরীফ/এমকে


মন্তব্য
জেলার খবর