মন্তব্য
সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৪০ কোটি টাকায় ২৭ ধরনের ৮০ হাজার ৭৩৪ কার্টন ওষুধ কিনবে সরকার। দেশের সব কমিউনিটি ক্লিনিকের জন্য এ ওষুধ কেনা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২১এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের ১৩ হাজার ৮৮১টি কমিউনিটি ক্লিনিকের জন্য এসেনসিয়াল ড্রাগস থেকে এ ওষুধ কেনা হবে।
এমকে