কমিউনিটি ক্লিনিকের জন্য

১৪০ কোটি টাকার ওষুধ কিনবে সরকার

২২ এপ্রিল ২০২১

সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৪০ কোটি টাকায় ২৭ ধরনের ৮০ হাজার ৭৩৪ কার্টন ওষুধ কিনবে সরকার। দেশের সব কমিউনিটি ক্লিনিকের জন্য এ ওষুধ কেনা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২১এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের ১৩ হাজার ৮৮১টি কমিউনিটি ক্লিনিকের জন্য এসেনসিয়াল ড্রাগস থেকে এ ওষুধ কেনা হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর