মন্তব্য
রোজা রেখে তোপের মুখে পড়েছেন কোলকাতার জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। রোজা রাখার খবর প্রকাশ্যে আসতেই ভাস্বর চট্টোপাধ্যায় নেট মাধ্যমে শিকার হয়েছেন কটাক্ষের।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘রোজা রেখেছি বলে অনেকে অনেক কথা বলছেন। আমি নাকি গরু খাচ্ছি, মুসলিম হয়ে গিয়েছি, আমি ওদের পা চাটা। অনেকে এও বলছেন, আমার পূর্বপুরুষ নাকি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন।’
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জানিয়ে রাখি, আমরা পশ্চিমবঙ্গের লোক। বাংলাদেশে কোনোকালে কেউ ছিলেন না। কেউ নেইও আমাদের।’ ভাস্বর আরও জানান, গরু খাননি তিনি। রোজা রাখাকে কারোর ‘পা চাটা’ বলেও মানতে নারাজ এই অভিনেতা। এমনকি, রোজা রাখা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিষয় বলেও জানান তিনি।
আনন্দবাজার