মন্তব্য
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি মাস্ক পরা ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। আর তাতে সকলকে মাস্ক পরার অনুরোধ জানান তিনি। আর পরেছেন সাদা প্রিন্টেড একটি টি শার্ট। যেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে প্রোপাগান্ডা।
জনপ্রিয় আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা লুইস ভুইটন ব্র্যান্ডেড মাস্ক পরেছেন কারিনা। কারিনার পরা টি শার্টটির দাম যেখানে ১৪০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৭১২ টাকা। সেখানে ওই কালো রঙের মাস্কটির দাম ৩৫৫ ইউএস ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার ৭৬৩ টাকা। সে হিসেবে মাস্কের দাম জামার চেয়েও বেশি সাইফপত্নীর।
জিনিউজ