মন্তব্য
করোনার কারণে স্টেজ শো বন্ধ থাকায় স্টুডিওতে ব্যস্ততা বেড়েছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন ‘পরদেশী’ শিরোনামের একটি গানে।
সবুজ অরণ্যর কথায় এটির সুর-সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। এরই মধ্যে চিত্রায়ণ হয়েছে ভিডিওর।
ঈদকে সামনে রেখে বিশেষ এই গানচিত্রটি প্রকাশ হবে সিডি প্লাসের ব্যানারে। রমজানের শেষ সপ্তাহে গানটি সিডি প্লাসের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।