পরদেশী গানে কণ্ঠশিল্পী সালমা!

২২ এপ্রিল ২০২১

করোনার কারণে স্টেজ শো বন্ধ থাকায় স্টুডিওতে ব্যস্ততা বেড়েছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন ‘পরদেশী’ শিরোনামের একটি গানে।

সবুজ অরণ্যর কথায় এটির সুর-সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। এরই মধ্যে চিত্রায়ণ হয়েছে ভিডিওর।

ঈদকে সামনে রেখে বিশেষ এই গানচিত্রটি প্রকাশ হবে সিডি প্লাসের ব্যানারে। রমজানের শেষ সপ্তাহে গানটি সিডি প্লাসের ইউটিউব চ্যানেলে প্রচার হবে। 


মন্তব্য
জেলার খবর