ফ্রান্স থেকে যুদ্ধবিমান আনল ভারত

২২ এপ্রিল ২০২১

ফ্রান্স থেকে যুদ্ধবিমান রাফালের ৫ম চালান বুধবার ভারতে এসে পৌঁছেছে। প্রায় ৮ হাজার কিলোমিটার অবিরাম আকাশে উড়ে ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীর বিমান থেকে বিমানে পুনরায় জ্বালানি সহায়তায় যুদ্ধবিমানগুলো ভারতে পৌঁছায়। 

ভারতের বিমান বাহিনী টুইটারে রাফাল যুদ্ধবিমান অবতরণের একটি ভিডিও পোস্ট করে তাতে লিখেছে, ‘ফ্রান্সের মেরিগান্যাক বিমান ঘাঁটি থেকে সরাসরি ২১ এপ্রিল রাফাল যুদ্ধবিমানের ৫ম চালান ভারতে এসেছে। সহযোগিতার জন্য ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীকে ধন্যবাদ।’

এনডিটিভি


মন্তব্য
জেলার খবর