পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার ফুটবলের বেশ ভক্ত। সম্প্রতি তার স্বাক্ষর করা একটি জার্সি লিওনেল মেসিকে উপহার হিসেবে প্রদান করেছেন। ভ্যাটিকানের স্পোর্টস অ্যাসোসিয়েশন সূত্রে এ খবর জানানো হয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।
এর আগে মেসি নিজের স্বাক্ষর করা এক সেট জার্সি, ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স-এর মাধ্যমে গত অক্টোবরে পোপকে পাঠিয়েছিলেন। অক্টোবরের সেই ঘটনার সময় ফ্রান্সের বিশপ ইম্যানুয়েল গোবিলিয়ার্ড, মেসিকেও আরেকটি জার্সি উপহার দেন। জার্সিটি ছিল, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকানের, অ্যাথলেটিকা ভ্যাটিকানা দলের হলুদ রঙের একটি জার্সি।
গোবিলিয়ার্ড এক টুইটার বার্তায় বলেন, ঈশ্বরে বিশ্বাসী মেসি আমাকে বলেন যে, এমন একটি উপহার তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমরা একসাথে প্রার্থনাও করি। গোবিলিয়ার্ড, ২০২৪ সালে প্যারিসে অলিম্পিক গেমস-এ, পোপ-এর প্রতিনিধিত্ব করবেন।
অ্যাথলেটিকা ভ্যাটিকানা এক ফেসবুক পোস্টে জানিয়েছে, রোমান ক্যাথলিক চার্চের প্রধান ৮৫ বছর বয়সী পোপের হাতে লেখা এই স্বাক্ষরটি সাতবার ব্যালন ডি অর জয়ী মেসির জন্য ‘আশীর্বাদস্বরূপ’।
আরআই