মন্তব্য
আফ্রিকান দেশ চাদের নিহত প্রেসিডেন্ট ইদরিস দেবির স্থলাভিষিক্ত হিসেবে তার ছেলের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি সনদ প্রকাশ করা হয়েছে।
বাবার মৃত্যুর পর সামরিক কাউন্সিলের প্রধান হিসেবে অন্তবর্তীকালীন নেতার পদে তাৎক্ষণিকভাবে জেনারেল মাহামাত ইদরিস দেবির নাম ঘোষণা করা হয়েছে। ৩৭ বছর বয়সী এই জেনারেল সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কার্যক্রম পরিচালনা করবেন।
আলজাজিরা