চলমান পুলিশ সপ্তাহের এক অনুষ্ঠানে মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে পুলিশের উদ্দেশ্যে তিনি বলেছেন, বিপদে পড়েই সাধারণ মানুষ আইনি সেবা পেতে পুলিশের কাছে আসে। তাই এসব মানুষের কথা মনযোগ দিয়ে শুনবেন, তাদের আন্তরিকভাবে আইনি সেবা দিতে কুণ্ঠাবোধ করবেন না। সেবাপ্রার্থীরা যেন হয়রানির শিকার না হয়- সেদিকেও খেয়াল রাখতে হবে। রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে এ অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতি তার সরকারি বাসভবন বঙ্গভবন থেকে ভার্চুয়ালি ভাষণ দেন।
দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে পুলিশের উদ্দেশে রাষ্ট্রপতি আরও বলেন, জনগণকে দ্রুততম সময়ে পুলিশি সেবা দেওয়াটা আপনাদের অন্যতম প্রধান দায়িত্ব। জনগণের সেবাপ্রাপ্তি সহজীকরণে আরও বেশি তৎপর ও দায়িত্বশীল হতে হবে।
জনগণের সম্পৃক্ততা ছাড়া পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয় মন্তব্য করে আবদুল হামিদ বলেন, কমিউনিটি ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক করতে হবে, সম্পৃক্ততা বাড়াতে হবে। জনবান্ধব ও মানবিক হিসেবে পুলিশকে গড়ে তুলতে আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে মাদক প্রতিরোধ ও পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়টি তুলে ধরেন। পুলিশসহ সরকারি বিভিন্ন দফতরের কিছু কর্মচারীর অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাকে খুবই অনভিপ্রেত ও দুঃখজনক হিসেবে উল্লেখ করেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে সরকারের কাজ করার বিষয়টিও উল্লেখ করেন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন এবং সর্বাধুনিক প্রযুক্তির আত্মীকরণের মাধ্যমে বাংলাদেশ পুলিশকেও এগিয়ে যাওয়ার আহবান জানান। সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের আইজি বেনজীর আহমেদসহ পদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে