ভারতে করোনার সার্বিক পরিস্থিতির কথা ভিডিওবার্তায় তুলে ধরেছেন চিকিৎসক তৃপ্তি গিলাডা। ভিডিওতে তৃপ্তি গিলা কাঁদতে কাঁদতে বলছেন, 'আরো অনেক চিকিৎসকদের মতো তিনিও অসহায়, মুম্বাইয়ের পরিস্থিতি খুব খারাপ। সেখানের হাসপাতালে কোনো জায়গা নেই। আইসিইউতে কোনো জায়গা নেই। আমরা এর আগে এমন পরিস্থিতি কখনও দেখিনি। এই অবস্থায় নিজেরা নিজেদের সুরক্ষিত রাখুন'।
ভিডিওতে চিকিৎসা ব্যবস্থার অবস্থা এবং চিকিৎসকরদের অসহায়তার বিবরণ দিয়ে ডক্টর গিলাডা বলেন, গত একবছরে যদি আপনার করোনা হয়নি তাহলে নিজেকে সুপার হিরো ভাববেন না, ভাববেন না আপনার রোগ প্রতিরোধক্ষমতা দারুণ। এটা পুরোপুরি ভুল ধারণা। আমি ৩৫ বছরের যুবককে ভেন্টিলেটরে দেখছি। যার অবস্থা খুবই খারাপ।
তিনি আরো জানিয়েছেন, এর আগে কখনও এ রকম দেখা যায়নি যেখানে একসঙ্গে এত মানুষের তত্ত্বাবধান করতে হচ্ছে। অনেক মানুষকে বাড়িতে অক্সিজেন দিয়ে চিকিৎসা করা হচ্ছে। যারা ভ্যাকসিনের দুটি করে ডোজ পেয়েছেন তাদের মধ্যে সংক্রমণের মাত্রা খানিকটা কম। এটা পরিষ্কার যে করোনা সংক্রমণ রুখতে ভ্যাকসিনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।