মন্তব্য
সোমবার করোনায় মৃত্যু হয় মুম্বাইয়ের শিবড়ি টিবি হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মনীষা যাদবের।
৫১ বছর বয়সী ভারতীয় চিকিৎসক মনীষা মৃত্যুর আগের দিন রোববার ফেসবুকে লিখেছিলেন, ‘এটাই হয়তো শেষ সকাল।
এই প্ল্যাটফর্মে আমি হয়তো আপনাদের সামনে আর আসতে পারব না। সবাই ভালো থাকুন। শরীরের মৃত্যু হয়, আত্মার নয়। আত্মা অমর।’