শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ২য় দিনের মতো ব্যাট করছে বাংলাদেশ। এ পর্যন্ত ১৪৬ ওভারে ৪৪৪ রান করেছে টাইগাররা। এ রান করতে মাত্র ৪টি উইকেট হারিয়েছে মুমিনুলরা। এদিকে বিদেশের মাটিতে প্রথম টেস্ট শতক পূর্ণ করছেন মুমিনুল হক। ২২৪ বলে শতক পূর্ণ করেন তিনি। এছাড়া গতকালের শতক করা নাজমুল ইসলাম শান্ত করেন ১৬৩ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে এটি মুমিনুলের চতুর্থ সেঞ্চুরি এবং দেশের বাইরে প্রথম। নাজমুল হোসেনকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ জুটিও গড়েছেন মুমিনুল। কাল ১৫০ রানের জুটি গড়ে আজ সকালে সেটিকে ২০০ রানের ঘরের নিয়ে যান। ডাবল সেঞ্চুরির জুটিতে বড় অবদানটা ছিল গতকাল টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা নাজমুলেরই।
মুমিনুল মাত্র ৪৩ টেস্টে ৭৯ ইনিংস খেলেছেন। সেঞ্চুরি করেছেন ১০টি। শ্রীলঙ্কার বিপক্ষে কাল করা ফিফটি মুমিনুলের ১৪তম টেস্ট ফিফটি।