মন্তব্য
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। ২ উইকেটে ৩০২ রানে প্রথম দিন শেষ করে টাইগাররা। ৬৪ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক, আর নাজমুল হোসেন শান্ত ১২৬ রানে।
লাঞ্চ বিরতির পর প্রথম সেঞ্চুরিকে দেড়শ ছাড়িয়ে নেওয়ার পর ডাবলের দিকে এগোচ্ছিলেন বাঁহাতি ওপেনার শান্ত। কিন্তু লাহিরু কুমারার বলে ফিরতি ক্যাচ তুলে দিলেন ১৬৩ রান করে। এর ফলে মুমিনুল হকের সঙ্গে তার ২৪২ রানের রেকর্ড জুটি ভাঙে। দলের রান তখন ৩৯৪।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৭.১ ওভারে ৪৪৯ রান করেছে বাংলাদেশ। ২৭ রান রান নিয়ে মুশফিকুর রহিম ও ১৬ রান নিয়ে লিটন কুমার দাস ক্রিজে আছে। ঝড়ো বাতাসের কারণে খেলা আপাতত বন্ধ রাখা হয়েছে।