তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ সংগ্রহ শান্ত-মুমিনুলের

২২ এপ্রিল ২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দারুণ ব্যাট করেছেন মুমিনুল হক ও নাজমুল হাসান শান্ত। দুজনেই শতক পূর্ণ করেছেন। সেঞ্চুরির পাশাপাশি নিজেদের ঝুলিতে আরেকটি রেকর্ড অর্জন করলেন তারা। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে মুমিনুল-শান্তর জুটি। দুজন মিলে গড়েছেন ২৪২ রানের জুটি। তৃতীয় উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি।

এর আগে সর্বোচ্চ ছুটি ছিল ২৩৬ রানের। সেই জুটিতেও অবদান ছিল মুমিনুলের। তবে সঙ্গে ছিলেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই আগের রেকর্ড জুটি গড়েন মুমিনুল-মুশফিক। এবার একই দলের বিপক্ষে নতুন রেকর্ডের মালিক হলেন শান্ত-মুমিনুল।

আজকের জুটিটি ভাঙে শান্তর বিদায়ে। ১৬৩ রানে বিদায় নেন ওয়ানডাউনে নামা শান্ত। একদম টেস্ট মেজাজে খেলা শান্ত এই রান তুলতে খেলেছেন ৩৭৮ বল। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৭টি বাউন্ডারি ও এক ছক্কায়।

শান্তর পর সাজঘরে ফেরেন মুমিনুল হক। বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি পাওয়া মুমিনুল থামেন ১২৭ রানে। তবে তিনি আউট হওয়ার আগেই ৪০০ পেরিয়েছে বাংলাদেশ। এই রান করায় বেশি অবদান শান্ত-মুমিনুল জুটির। শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল-শান্তর ২৪২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়েছে সফরকারীরা।


মন্তব্য
জেলার খবর