কাদিসের বিপক্ষে রিয়ালের মধুর প্রতিশোধ

২২ এপ্রিল ২০২১

কাদিসের বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয় দিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো জিনেদিন জিদানের দল। আর এর ফলে লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। 

কাদিসের ঘরের মাঠে বুধবার কাদিসকে দলের হয়ে জোড়া গোল করেছেন ছন্দে থাকা করিম বেনজেমা। অন্যটি এসেছে আলভারো ওদ্রিওসোলার পা থেকে।

এর আগে প্রথম দেখায় রিয়ালকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছিল কাদিস। এবার কাদিসের মাঠেই তাদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।


মন্তব্য
জেলার খবর