ধীর গতির ফিল্ডিংয়ের জন্য রোহিতকে জরিমানা

২২ এপ্রিল ২০২১

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ধীর গতির ফিল্ডিংয়ের জন্য তাকে এ জরিমানা করা হয়েছে।

 

আইপিএলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের এটিই প্রথম ধীর গতির বোলিং। তাই নিয়ম অনুযায়ী অধিনায়ক রোহিতকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’

 

সংস্থাটি আরও জানায়, ‘২য়বার ধীর গতির বোলিং করলে রোহিতকে ২৪ লাখ রুপি জরিমানা করা হবে। শুধু তাই নয়, তখন দলের প্রত্যেককে জরিমানা হিসেবে ম্যাচ পারিশ্রমিকের ২৫ শতাংশ দিতে হবে। তৃতীয়বার তা হলে অধিনায়ক এক ম্যাচ নিষিদ্ধ হবেন। আর তাকে ৩০ লাখ টাকা জরিমানা দিতে হবে।’


মন্তব্য
জেলার খবর